অফিসার্স ক্লাব ঢাকা : আবেদনপত্র / তথ্য ফরম

আবেদনের নিয়মাবলী

  • ১. ' মেধাবী সন্তান সংবর্ধনা-২০২৩ ও ২০২৪ ' প্রোগ্রাম শুধুমাত্র অফিসার্স ক্লাব ঢাকা এর সম্মানিত সদস্যগণের ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/এইচএসসি/ও লেভেল/এ লেভেল উত্তীর্ণ সন্তানদের জন্য প্রযোজ্য হবে।
  • ২. মেধাবী সন্তানের পিতা/মাতার ক্লাব সদস্য নম্বর ও ক্লাবে নিবন্ধিত মোবাইল নম্বর ইনপুট করে আবেদন করতে হবে।
  • ৩. পরবর্তী ধাপে মোবাইলে প্রাপ্ত OTP নির্ধারিত কোড বক্সে ইনপুট দিতে হবে।
  • ৪. নির্ধারিত ফরমটি বাংলায় (অভ্র / ইউনিকোড ) পূরণ করতে হবে।
  • ৫. নির্ধারিত সাইজ ও ফরম্যাটে ছবি এটাচড করে সাবমিট করতে হবে।
  • ক ) শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের সদ্য তোলা -১ কপি রঙ্গিন ছবি (Photo Size:- Maximum: 1000KB)
  • খ ) শিক্ষার্থীর পারিবারিক গ্রুপ ছবি : MAX Size : 1000KB ( ১ কপি )
  • গ ) শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র : MAX Size : 1000KB
  • ঘ ) অন্যান্য যোগ্যতার প্রমাণপত্র : MAX Size : 1000KB

নোটিশ বোর্ড

মেধাবী সন্তান সংবর্ধনা-২০২৩ ও ২০২৪
অফিসার্স ক্লাব ঢাকার কল্যান ও সেবা উপ কমিটির উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হবে। মেধাবী সন্তানদের মধ্যে যারা ২০২৩ ও ২০২৪ সনে অনুষ্ঠিত এস. এস. সি, এইচ. এস. সি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে এবং যারা ‘ও’লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ে ‘এ’ এবং এ- লেভেল পরীক্ষায় ৩টি বিষয়ে ‘এ’ অর্জন করেছে তাদেরকে সংশ্লিষ্ট ফরম পূরণ করে আগামী ১৫ জানুয়ারীর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে ফরম এর সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এক কপি পারিবারিক গ্রুপ ছবি ও রেজাল্টশীটের সত্যায়িত ফটোকপি জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। ‘মেধাবী সন্তান সংবর্ধনা- ২০২৩ ও ২০২৪’ এর অনলাইন ফরমের লিংক ক্লাবের ওয়েব সাইটে (www.ocd.org.bd) পাওয়া যাচ্ছে।
মাহফুজুল ইসলাম
সদস্য-সচিব
কল্যাণ ও সেবা উপ-কমিটি
এ বি এম আব্দুস সাত্তার
সাধারণ সম্পাদক
অফিসার্স ক্লাব ঢাকা
Top